Ajker Patrika

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭: ১৮
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২০), বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৬) ও একই ইউনিয়নের শ্যামরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আনন্দ ইসলাম (২১)। 

এই ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে অন্তর, রবিউল ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তর ও রবিউল নিহত এবং আনন্দ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। 

মো. শাহজালাল আলম আরও বলেন, আনন্দকে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে ঢাকায় আনা হয়। ঢাকায় আনার পথে রাত ৯টার দিকে আনন্দ ইসলাম মারা যায়। নিহতরা মোটরসাইকেল আরোহী ছিলেন।

ওসি শাহজালাল বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ পিকআপভ্যানটিকে জব্দ করেছে। তবে এর আগেই পিকআপ চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত