Ajker Patrika

শঙ্খ নদীতে আহত শকুনের ঠাঁই হলো চিড়িয়াখানায়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
শঙ্খ নদীতে আহত শকুনের ঠাঁই হলো চিড়িয়াখানায়

চট্টগ্রামের শঙ্খ নদীর বেড়িবাঁধ থেকে একটি শকুন উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের শঙ্খ নদীর বেড়িবাঁধে আহত অবস্থায় শকুনটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করে আহত শকুনটিকে চিকিৎসা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। 

স্থানীয় জুঁইদন্ডী এলাকার মো. নেজাম উদ্দিন জানান, সকাল ৯টার দিকে শঙ্খ নদীর বেড়িবাঁধ এলাকায় শকুন দেখতে পান এলাকাবাসী। পরে এলাকাবাসীর চেষ্টায় আহত শকুনটি উদ্ধার করে ইউএনওর কাছে নিয়ে আসেন গ্রাম পুলিশ নজির আহমদ। 

নেজাম উদ্দিন বলেন, ‘শকুন এখন তো আর দেখাই যায় না। শকুন উদ্ধারের খবর পেয়ে এলাকার অনেক মানুষ দেখতে আসেন এখানে। প্রশাসনের সহযোগিতায় শকুনটিকে বিকেলে চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।’ 

উদ্ধার হওয়া আহত শকুনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাশ। তিনি বলেন, শকুনটি আকাশে উড়তে পারছে না। এটির আনুমানিক বয়স ১৪ মাস আর শরীরের ওজন হবে ২০ কেজি। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত