Ajker Patrika

লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর যুবতীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩৬
লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর যুবতীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর পারুল বেগম (২৫) নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

এর আগে গত সোমবার বিকেল পারুল বেগম নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তিনি সদর উপজেলার টুমচর এলাকার নুর নবীর মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় কোল্ডস্টোরের/// পাশে শিশুরা খেলা করছিল। এ সময় শিশুরা পরিত্যক্ত ঘরে লাশ দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পারুল বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহতের স্বজনেরা জানান, পারুল বেগম স্বামী পরিত্যক্তা। সোমবার বিকেলে বিসিক শিল্পনগরীতে কাজ করার উদ্দেশেই বাড়ি থেকে বের হন। পরে আর তাঁর কোনো সন্ধান পাননি। পারুল বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘পারুল বেগম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহ ও অথবা ধর্ষণের পর তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

মো. মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত