নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই সীমান্তে থেমে থেমে ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। এতে তাঁদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তমব্রু পয়েন্টে কয়েক রাউন্ড গুলি ছোড়ার আওয়াজ শোনা গেছে। এই ঘটনায় বিজিবি সজাগ রয়েছে। বিশেষ করে তমব্রু সীমান্তে বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে আসা চোরাই পণ্য পাচার রোধে সতর্ক এবং কঠোর নজরদারিতে রয়েছেন।’
তমব্রু বাজারের ব্যবসায়ী আলী আকবর ও মো. কামাল জানান, তাঁরা ইফতার শেষ করে গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতর থেকে কিছুক্ষণ পরপর ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান, এ সময় তাঁদের মনে আতঙ্ক তৈরি হয়।
তমব্রু এলাকার কয়েক ব্যক্তি বলেন, ‘সীমান্ত থেকে মিয়ানমারের একটু ভেতরে অনেক দিন ধরে অবস্থান নিয়ে আছে দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যরা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় দেশটির সরকারি বাহিনী টের পেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তমব্রু এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়।’
তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ। তিনি বলেন, ‘গুলি ছোড়ার আওয়াজ শুনে অনেকে আতঙ্কিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও এই সীমান্তের শূন্যরেখা বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।’
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই সীমান্তে থেমে থেমে ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। এতে তাঁদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তমব্রু পয়েন্টে কয়েক রাউন্ড গুলি ছোড়ার আওয়াজ শোনা গেছে। এই ঘটনায় বিজিবি সজাগ রয়েছে। বিশেষ করে তমব্রু সীমান্তে বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে আসা চোরাই পণ্য পাচার রোধে সতর্ক এবং কঠোর নজরদারিতে রয়েছেন।’
তমব্রু বাজারের ব্যবসায়ী আলী আকবর ও মো. কামাল জানান, তাঁরা ইফতার শেষ করে গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতর থেকে কিছুক্ষণ পরপর ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান, এ সময় তাঁদের মনে আতঙ্ক তৈরি হয়।
তমব্রু এলাকার কয়েক ব্যক্তি বলেন, ‘সীমান্ত থেকে মিয়ানমারের একটু ভেতরে অনেক দিন ধরে অবস্থান নিয়ে আছে দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যরা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় দেশটির সরকারি বাহিনী টের পেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তমব্রু এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়।’
তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ। তিনি বলেন, ‘গুলি ছোড়ার আওয়াজ শুনে অনেকে আতঙ্কিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও এই সীমান্তের শূন্যরেখা বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।’
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে তাঁর ক্যাম্পাসের সামনেই নৃশংসভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অ-ছাত্র, কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের মধ্যে ১১ জনকে শনাক্ত করেছে পুলিশ।
২ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে এবার কাঁথা–বালিশ নিয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
১০ মিনিট আগেপাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা চালসহ আটক হওয়ার পর কৌশলে পালিয়ে গেছেন কৃষক দলের এক নেতা। আজ সোমবার দুপুরে পৌর শহরের জারদিস মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম হোসেন ভাঙ্গুরা উপজেলার অষ্টমনীষা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক।
১৩ মিনিট আগেফ্যাসিস্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট এই সমাবেশের আয়োজন করে।
২২ মিনিট আগে