Ajker Patrika

মিয়ানমারের ভেতরে আবারও গোলাগুলি, আতঙ্কে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের মানুষ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
মিয়ানমারের ভেতরে আবারও গোলাগুলি, আতঙ্কে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের মানুষ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই সীমান্তে থেমে থেমে ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। এতে তাঁদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় তমব্রু পয়েন্টে কয়েক রাউন্ড গুলি ছোড়ার আওয়াজ শোনা গেছে। এই ঘটনায় বিজিবি সজাগ রয়েছে। বিশেষ করে তমব্রু সীমান্তে বিজিবি সদস্যরা মিয়ানমার থেকে আসা চোরাই পণ্য পাচার রোধে সতর্ক এবং কঠোর নজরদারিতে রয়েছেন।’ 

তমব্রু বাজারের ব্যবসায়ী আলী আকবর ও মো. কামাল জানান, তাঁরা ইফতার শেষ করে গরমের কারণে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ মিয়ানমারের ভেতর থেকে কিছুক্ষণ পরপর ১১-১২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান, এ সময় তাঁদের মনে আতঙ্ক তৈরি হয়। 

তমব্রু এলাকার কয়েক ব্যক্তি বলেন, ‘সীমান্ত থেকে মিয়ানমারের একটু ভেতরে অনেক দিন ধরে অবস্থান নিয়ে আছে দেশটির বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যরা। ধারণা করা হচ্ছে, আরাকান আর্মি বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় দেশটির সরকারি বাহিনী টের পেলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তমব্রু এলাকায় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়।’ 

তমব্রু সীমান্তে মিয়ানমারের ভেতরে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানান নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ। তিনি বলেন, ‘গুলি ছোড়ার আওয়াজ শুনে অনেকে আতঙ্কিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও এই সীমান্তের শূন্যরেখা বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত