Ajker Patrika

সাদা বাঘ শাবক নিয়ে উন্মাদনা, চট্টগ্রাম চিড়িয়াখানায় ই–টিকেটিং চালু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাদা বাঘ শাবক নিয়ে উন্মাদনা, চট্টগ্রাম চিড়িয়াখানায় ই–টিকেটিং চালু

চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশে টিকিট কিনতে আর ধাক্কাধাক্কি করতে হবে না। ঘরে বসেই এখন থেকে কাটা যাবে চিড়িয়াখানার টিকিট। প্রথমবারের মতো এই ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

কয়েক বছর আগে আধুনিকায়নের পর নগরীর খুলশীর ফয়’স লেকের পাশে অবস্থিত এই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লেগেই থাকছে। বর্তমানে চিড়িয়াখানাটিতে ৬৬ প্রজাতির ৬২০টি পশুপাখি রয়েছে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীরা জনপ্রতি ৫০ টাকায় টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করতে পারেন। 

এদিকে সদ্য জন্ম নেওয়া দুর্লভ চারটি সাদা বাঘ শাবক নিয়ে দর্শনার্থীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। গতকাল সোমবার বাঘ শাবকগুলোকে প্রথম জনসমক্ষে আনা হয়। পরে পদ্মা, মেঘনা, সাঙ্গু ও হালদা—চার নদীর নামে শাবকগুলোর নামকরণ করেন জেলা প্রশাসক।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানিয়েছেন, বাঘ শাবকগুলো এখন মায়ের দুধ পান করেই বেড়ে উঠছে। এক মাস পর মুরগির মাংস খেতে দেওয়া হবে। 

চার সাদা বাঘ শাবক দেখতে দর্শনার্থীদের আগ্রহের শেষ নেইবর্তমানে চিড়িয়াখানায় ১৬টি বাঘ রয়েছে। এর মধ্যে পাঁচটিই সাদা বাঘ। আগামী দুই মাসের মধ্যে চিড়িয়াখানায় নানা প্রজাতির আরও প্রাণী নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত