ফেনী প্রতিনিধি
ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
সেনাবাহিনীর প্রধান ও বিজিবি মহাপরিচালকের মাধ্যমে ভারত থেকে গরু চোরাচালানের সুযোগ করে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে নগরীর গোরহাঙ্গা এলাকার গুলশান হোটেল থেকে দুজনকে আটক করে বিজিবি।
১ মিনিট আগেচাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফয়জিয়া (২) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ। এ সময় তাঁর কাছ থেকে একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেকার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাজীপুরের টঙ্গীতে ঝটিকা মিছিল করেছেন। তাঁরা আজ বৃহস্পতিবার ভোরে বনমালা রোডে মিছিলের পর দ্রুত ওই এলাকা থেকে সরে যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এই ঝটিকা মিছিলের একটি ভিডিও আজ দুপুরে
২৬ মিনিট আগে