ফেনী প্রতিনিধি
ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
ফেনীতে পুকুরে গোসল করতে নেমে সাইফুল ইসলাম রাজু (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১টার দিকে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
রাজু ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির প্রথম পর্বের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শফিকুর রহমানের ছেলে।
নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, দুপুরে মাঠে ফুটবল খেলার পর বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামেন রাজু। তবে সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান। পরে বন্ধুরা তাঁকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। পুকুরে খোঁজার সময় একজনের পায়ে ধাক্কা লাগলে রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী পলিটেকনিকের মেকানিক্যাল টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসেই ছিলাম। হঠাৎ খবর আসে রাজু পানিতে ডুবে গেছে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নিতে বলা হলেও শিক্ষার্থীরা আপত্তি জানান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামজুজ্জামান বলেন, ‘ফুটবল খেলার পর পুকুরে গোসল করতে নেমে সাঁতার না জানায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি পাহাড়ের সব জনগোষ্ঠীকে নিয়ে কাজ করবে। এখানে কোনো বৈষম্য রাখা হবে না। অতীতে বৈষম্যের কারণে পাহাড়ে সমস্যা তৈরি করা হয়েছে।
৬ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবরার ফারাবীর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার সময়ে তাঁর ফেসবুকে দেওয়া জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরবিরোধী বেশ কয়েকটি পোস্ট ছড়িয়ে পড়েছে।
১৪ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
২১ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৫ মিনিট আগে