Ajker Patrika

হাইমচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফয়জিয়া (২) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুরা ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ও মেয়ে।

শিশুদের স্বজনেরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

বিচারব্যবস্থার সংস্কার বাদ দিয়ে আ.লীগ সমর্থকদের অধিকার দমনের চেষ্টায় ড. ইউনূসের সরকার: এইচআরডব্লিউ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত