Ajker Patrika

বাংলাদেশ বেতারের কক্সবাজার কেন্দ্রে ইংরেজি বুলেটিন

কক্সবাজার প্রতিনিধি
বেতারের কক্সবাজার কেন্দ্রে ইংরেজি বুলেটিন প্রচার উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা
বেতারের কক্সবাজার কেন্দ্রে ইংরেজি বুলেটিন প্রচার উদ্বোধন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০০১ সালের ২৪ মার্চ। দুই যুগ পর আজ বৃহস্পতিবার কেন্দ্রটি থেকে স্থানীয় সংবাদের ইংরেজি বুলেটিন প্রচার শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ। তিনি বলেন, কক্সবাজার দেশের প্রধান পর্যটনকেন্দ্র। দেশি-বিদেশি পর্যটক এখানে ঘুরতে আসেন। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় জড়িত বিদেশি নাগরিকেরা কক্সবাজার শহরে অবস্থান করেন।

দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষাভাষীর বিদেশি নাগরিকদের ইংরেজিতে স্থানীয় সংবাদ শোনার সুযোগ ছিল না। এসব চাহিদা বিবেচনায় নিয়ে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে ইংরেজি সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, উপবার্তা নিয়ন্ত্রক মো. মাহমুদুন নবী, কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী।

এর আগে মহাপরিচালক এ এস এম জাহীদ বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে তালিকাভুক্ত বাংলা ও ইংরেজি সংবাদ পাঠকদের ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেন এবং নতুন উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন। পরে তিনি কক্সবাজার কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।

জানতে চাইলে কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী বলেন, প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে নিয়মিত ইংরেজি ভাষায় স্থানীয় সংবাদ বুলেটিন শুনতে পাবেন শ্রোতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত