নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে সাড়ে তিনশ অবৈধ স্থাপনা রয়েছে। সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। আমরা শিগগিরই উচ্ছেদে যাচ্ছি। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।'
পরীর পাহাড়ে থাকা জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার বিষয়ে প্রশ্ন করা হলে মমিনুর রহমান বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান। আমরা শুধু সরকারি নির্দেশনা পালন করছি।'
মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রতিবেদনে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পাহাড় এবং টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এ সব স্থাপনাকে পাহাড় ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন' নামক দুইটি ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের নিকট থেকে দুই লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়াও কোর্ট বিল্ডিংয়ে আইনজীবীরা অর্ধশতাধিক অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট, খাবার হোটেল, ছাত্রাবাস, বস্তি ও মুদি দোকান তৈরি করে ভাড়া আদায় করছে এবং এই স্থাপনাটিকে একটি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।'
পরীর পাহাড় থেকে ডিসির লোকজনই টাকা তোলেন দাবি করে তিনি বলেন, 'অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনো আইনজীবী জড়িত নয়।'
ঐতিহ্যবাহী পরীর পাহাড়ে সরকারি ভবনের বাইরে সাড়ে তিনশ অবৈধ স্থাপনা রয়েছে। সরকারি নির্দেশনায় এসব অবৈধ স্থাপনা খুব শিগগিরই উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘শুধু পরীর পাহাড় নয়, চট্টগ্রাম শহরের সব পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংরক্ষণ করা হবে। আমরা শিগগিরই উচ্ছেদে যাচ্ছি। পরীর পাহাড়কে হেরিটেজ ঘোষণা করা হবে।'
পরীর পাহাড়ে থাকা জেলা আইনজীবী সমিতির ভবনগুলো উচ্ছেদ করার বিষয়ে প্রশ্ন করা হলে মমিনুর রহমান বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী কোন পাহাড় বা টিলার ওপর কোনোরূপ স্থাপনা করা যাবে না। আইন সবার জন্য সমান। আমরা শুধু সরকারি নির্দেশনা পালন করছি।'
মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রতিবেদনে জানা গেছে, জেলা আইনজীবী সমিতি পাহাড় এবং টিলা কেটে অবৈধভাবে পাঁচটি ঝুঁকিপূর্ণ বহুতল ভবন নির্মাণ করেছে। এ সব স্থাপনাকে পাহাড় ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদির জন্য অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আবারও সরকারের কোনো সংস্থার অনুমোদন না নিয়ে ‘বঙ্গবন্ধু আইনজীবী ভবন’ ও ‘একুশে আইনজীবী ভবন' নামক দুইটি ১২ তলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। ৬০০টি চেম্বার বরাদ্দের জন্য আইনজীবীদের নিকট থেকে দুই লাখ টাকা করে ১২ কোটি টাকা আদায় করেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়।
এছাড়াও কোর্ট বিল্ডিংয়ে আইনজীবীরা অর্ধশতাধিক অবৈধ ও ঝুঁকিপূর্ণ দোকানপাট, খাবার হোটেল, ছাত্রাবাস, বস্তি ও মুদি দোকান তৈরি করে ভাড়া আদায় করছে এবং এই স্থাপনাটিকে একটি অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে।
আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আইনজীবী সমিতির সব ভবনই বৈধ। নতুন যে দুটি ভবন হচ্ছে, তার মধ্যে একটি অনুমোদন নেওয়া আছে। অন্যটি অনুমোদনের অপেক্ষায়।'
পরীর পাহাড় থেকে ডিসির লোকজনই টাকা তোলেন দাবি করে তিনি বলেন, 'অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে কোনো আইনজীবী জড়িত নয়।'
বাগেরহাটের মোংলায় ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে পুলিশ এই জেলেদের বাগেরহাট আমলি আদালত-০৬-এ পাঠালে আদালত তাঁদের জেলহাজতে পাঠান।
৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর কদমতলী থানায় করা একটি হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন
৮ মিনিট আগে‘আমি ধারালো বঁটি চালিয়ে স্বামীর গলা কেটে ফেলেছি। আমি আত্মসমর্পণ করব। আমাকে পুলিশ পাঠিয়ে থানায় নিয়ে যান।’ গতকাল রোববার দিবাগত ভোররাত ৫টার দিকে এক নারীর এমন ফোনকল পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজীপুরের শ্রীপর থানা-পুলিশ। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে তাঁর স্ত্রীকে আটক করে
১২ মিনিট আগেবরগুনার বেতাগীতে পুলিশের বিশেষ অভিযানে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান শাহিন। তিনি বরগুনা জেলা যুবলীগের সহসম্পাদক। বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর হোসনাবাদ গ্রামে।
১৪ মিনিট আগে