ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই শিশু হত্যা মামলায় বাদল মিয়া (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা ও জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল মিয়া কুমিল্লার হোমনা উপজেলার খোদে-দাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তিনি নিহত দুই শিশুর মামা।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাহরাইন প্রবাসী বাদল মিয়া ২০২০ সালের মার্চ মাসে দেশে ফেরেন। গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের একটি মামলায় আসামি হলে বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে তাঁর বোন হাসিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেন তিনি। প্রবাসে থাকাকালে দোকান করার জন্য ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন বাদল। এর মধ্যে ৩ লাখ টাকা ফেরত দেন। বাকি ১০ লাখ টাকার জন্য কামালের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর। এর জেরে সপ্তাহখানেক আগে বাদলকে থাপ্পড় মারেন কামাল।
এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বাদল। একই বছরের ২৪ আগস্ট ভাগনে মেহেদী হাসান কামরুল (১০) তাঁর রুমে যায়। বাদল তখন রুমে উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় কামরুলের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন বাদল। ভাগনি শিফা আক্তার (১৪) রুম ঝাড়ু দিতে গিয়ে দেখে ফেললে তাকেও গলা কেটে লাশ অন্য রুমের খাটের নিচে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহত দুজনের বাবা কামাল হোসেন বাদী হয়ে বাদলের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বাদল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন আদালত। রায় দেওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দুই শিশু হত্যা মামলায় বাদল মিয়া (৩০) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা ও জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল হান্নান এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল মিয়া কুমিল্লার হোমনা উপজেলার খোদে-দাউদপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। তিনি নিহত দুই শিশুর মামা।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাহরাইন প্রবাসী বাদল মিয়া ২০২০ সালের মার্চ মাসে দেশে ফেরেন। গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের একটি মামলায় আসামি হলে বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামে তাঁর বোন হাসিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেন তিনি। প্রবাসে থাকাকালে দোকান করার জন্য ভগ্নিপতি কামাল উদ্দিনের কাছ থেকে ১৩ লাখ টাকা ধার নেন বাদল। এর মধ্যে ৩ লাখ টাকা ফেরত দেন। বাকি ১০ লাখ টাকার জন্য কামালের সঙ্গে মনোমালিন্য চলছিল তাঁর। এর জেরে সপ্তাহখানেক আগে বাদলকে থাপ্পড় মারেন কামাল।
এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন বাদল। একই বছরের ২৪ আগস্ট ভাগনে মেহেদী হাসান কামরুল (১০) তাঁর রুমে যায়। বাদল তখন রুমে উচ্চ স্বরে গান বাজাচ্ছিলেন। এ সময় কামরুলের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখেন বাদল। ভাগনি শিফা আক্তার (১৪) রুম ঝাড়ু দিতে গিয়ে দেখে ফেললে তাকেও গলা কেটে লাশ অন্য রুমের খাটের নিচে রেখে তিনি পালিয়ে যান। এ ঘটনায় নিহত দুজনের বাবা কামাল হোসেন বাদী হয়ে বাদলের বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর বাদল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম আজকের পত্রিকাকে বলেন, মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৮ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। যুক্তিতর্ক ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন আদালত। রায় দেওয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
১৯ মিনিট আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
২ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
২ ঘণ্টা আগে