কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় আকস্মিক বিস্ফোরণে বাবা ও ছেলে মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (৭)। এ ছাড়া ওই ঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তাঁরা সবাই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দুজন সদস্য নিহত হয়েছেন এবং বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন। তিনি বলেন, ঠিক কেন বা কিসের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, ‘ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকদ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। ওখান থেকে লোহা ভেবে বিস্ফোরক কুড়িয়ে এনেছিলেন। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু লোহার অংশ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।’
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া টিলা নামক এলাকায় আকস্মিক বিস্ফোরণে বাবা ও ছেলে মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মো. ইসমাইল মিয়া (৪৫) ও তাঁর ছেলে মো. রিফাত (৭)। এ ছাড়া ওই ঘটনায় ইসমাইল মিয়ার স্ত্রী মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। তাঁরা সবাই নতুন বাজারের বাদশা মিয়ার টিলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে দুজন সদস্য নিহত হয়েছেন এবং বাড়ির গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন। তিনি বলেন, ঠিক কেন বা কিসের মাধ্যমে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে সেনাবাহিনীর একটি বিস্ফোরক টিম আসছে। তারা আসার পর পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব বলেন, ‘ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরকদ্রব্যের ক্লিপ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, ঘটনায় নিহত লোকটি নৌকা নিয়ে সেনাবাহিনীর অস্ত্র মহড়া চলে এমন জায়গাতে গিয়েছিল। ওখান থেকে লোহা ভেবে বিস্ফোরক কুড়িয়ে এনেছিলেন। যেগুলো আজকে বিস্ফোরিত হয়েছে। সেখানে কিছু লোহার অংশ পাওয়া গেছে। এ ছাড়া ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের তদন্ত টিম আসবে। তারা এলে বিস্তারিত বলা যাবে।’
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, এই বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এ ছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের বিস্তারিত তথ্য সংগ্রহে কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আহত, নিহত, নিখোঁজ শিক্ষার্থী ও অন্যদের প্রকৃত সংখ্যা নির্ণয় করে নাম-ঠিকানাসহ তালিকা তৈরি করবে ছয় সদস্যের এই কমিটি।
২ মিনিট আগেআফসানার দেবর হাসিবুল হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা আমাদের ভাবি ও তার সন্তান ওহীকে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর ওহিকে পাওয়া যায় স্কুলের একটি কক্ষে। আল্লাহর রহমতে ওহি অক্ষত ও ভালো আছে। কিন্তু তার মা আফসানা প্রিয়াকে কোথাও পাওয়া যায়নি।’
৮ মিনিট আগেঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আমচি (৫৫) নামে এক নারী এবং আলাদা স্থানে সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমচি কালীগঞ্জ পৌরসভাধীন ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি একজন প্রতিবন্ধি ছিলেন। অন্যদিকে নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের...
১৫ মিনিট আগেভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগে