কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা কীভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’
দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকেও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে চীন।’
চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জি মিং বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।
রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা কীভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’
দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন।
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকেও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে চীন।’
চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন।
রাষ্ট্রদূত লি জি মিং বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।
‘আমরা শেখ হাসিনাকে দোষ দিতে চাই না। তিনি কিছু না কিছু ভালো কাজ করে গেছেন। সে ভালো কাজের মধ্যে একটি হচ্ছে—তিনি রাজাকারের তালিকা করেছিলেন, সেই তালিকায় সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগে। ৭৮ জন ছিল বিএনপি ও অন্যান্য দলের। ৩৭ জন ছিল জামায়াতের। এর মধ্যে শুধু একজন বেঁচে আছে।’
৬ মিনিট আগেজুলাই আন্দোলনের দিনগুলোতে গুলি করে মানুষকে দমানোর চেষ্টা করা হয়েছিল। তবে গুলি করে মানুষকে দমানো যায় না, ইতিহাসেই তার প্রমাণ রয়েছে। জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কে, তা নিয়ে নানাজন নানা রকম দাবি করেন। প্রকৃতপক্ষে জুলাইয়ের আসল মাস্টারমাইন্ড তারাই, যারা সে সময় রাস্তায় ছিল।
১৭ মিনিট আগেনানা কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘বিজয়যাত্রা’ মিছিল হয়।
২৪ মিনিট আগেখুলনায় শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগে