Ajker Patrika

‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে কাজ করছে চীন’

কক্সবাজার প্রতিনিধি
‘রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে কাজ করছে চীন’

রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সঙ্গে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জি মিং। তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা কীভাবে স্বদেশে ফিরে যাবে সে লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে চীন মধ্যস্থতা করছে।’ 

দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি এবং ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। দ্রুত সময়ে রোহিঙ্গারা তাঁদের দেশে ফিরে যাক সেটাই চায় চীন। 

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন কার্যক্রমে চীন সব সময় বাংলাদেশ এবং মিয়ানমারকে সহযোগিতা করে আসছে উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাসমূহকেও রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে সব রকম সহযোগিতা করে যাবে চীন।’ 

চীনের রাষ্ট্রদূত আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন। 

রাষ্ট্রদূত লি জি মিং বলেন, ‘চীন বাংলাদেশের একান্ত বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের জনগণের জন্য সব সময় চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। মিয়ানমারের বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের সাধারণ মানুষ চিকিৎসা সেবাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ কক্সবাজারের মানুষের জন্য ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত। তিনি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন—কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ও অতিরিক্ত সচিব শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত