Ajker Patrika

সেনা সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়িতে নাগরিক পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩৮
সেনা সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়িতে নাগরিক পরিষদ

বান্দরবানের রুমায় ব্রাশফায়ারে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমানকে হত্যা করার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয়। 

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, হাবিবুর রহমানকে হত্যা ও অপর এক সেনা সদস্যকে আহত করেন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সন্ত্রাসীরা। ওই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার, পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সকল নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাচ্ছি। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবীর। 

বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ সভাপতি মো. হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. লোকময়ন হোসেন। 

এর আগে একটি বিক্ষোভ মিছিল চেঙ্গী স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত