Ajker Patrika

বাঁশখালীতে অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১০: ৩১
বাঁশখালীতে অজগর উদ্ধার, ইকোপার্কে অবমুক্ত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটসংলগ্ন একটি ধানের চারার খেতের পাশে পেতে রাখা জালে আটকে পড়েছিল একটি অজগর সাপ। খবর পেয়ে এটিকে উদ্ধার করে বন বিভাগ। গতকাল সোমবার রাতে আনুমানিক ১০-১২ ফুট লম্বা অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, সাহেবের হাটসংলগ্ন একটি ধানের চারার খেতকে গরু-ছাগলের হাত থেকে রক্ষার জন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। সোমবার বিকেলে সেখানে আটকা পড়ে একটি অজগর। স্থানীয় বাসিন্দারা খবর দিলে বন বিভাগের কর্মীরা এটিকে উদ্ধার করেন।

বাঁশখালী ইকো পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করেন। এটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে অজগরটি বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বনকর্মীদের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে আমার কার্যালয়ে নিয়ে আসা হয়। এটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত