Ajker Patrika

স্লোগানের পেছনে না দৌড়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে বললেন শিক্ষা উপমন্ত্রী

চবি প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৩: ০৭
স্লোগানের পেছনে না দৌড়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে বললেন শিক্ষা উপমন্ত্রী

স্লোগান আর ছাত্র সংগঠনের পদের পেছনে পড়ে না থেকে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জন করতে বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আয়োজিত এক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘ছাত্র সংগঠনের পদ দিয়ে হয়তো সর্বোচ্চ দু’একটি চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু যোগ্যতা না থাকলে চাকরি হবে না। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারামারি, হানাহানি, সংঘর্ষে জড়াবে না। তারা সংস্কৃতির চর্চা করবে। শুধুমাত্র সনদের জন্য পড়াশোনা করলে হবে না, মাল্টি স্কিলড হতে হবে। আমরা ভাবি ছাত্র সংগঠনের পদ থাকলে সরকারি চাকরি পাব, তাহলে বাকি শিক্ষার্থীদের কি হবে? তাই স্লোগানে নয়, বরং নিজেদের যোগ্য করে গড়ে তুলুন।’ 

মহিবুল হাসান বলেন, ‘কারও নাম ধরে বিশ্ববিদ্যালয়ে স্লোগান দেবেন না, এটা শোভনীয় নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো আচরণ করতে হবে। স্লোগান আর পদ পাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয় না। বঙ্গবন্ধুর চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।’ 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গিয়েছিলেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। একটি দেশকে স্বাধীন করার জন্য যে সাহসের প্রয়োজন, তিনি তা বাঙালি জাতির বুকে তৈরি করে দিতে সক্ষম হয়েছিলেন। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে স্লোগান দিলেই বঙ্গবন্ধু ও তাঁর আদর্শকে ধারণ করা যায় না। শুধুমাত্র স্লোগান দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায় না। বঙ্গবন্ধুর আদর্শকে কথা, কাজ ও হৃদয়ে ধারণ করতে হবে।’ 

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক একেএম মাঈনুল হক মিয়াজী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক অধ্যাপক সজীব কুমার ঘোষ, প্রভোস্ট কমিটির আহ্বায়ক ড. রেজাউর রহমান প্রমুখ। 

এ দিকে বিকেলে স্বাধীনতা সংগ্রামে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফসহ ৫০ জন মুক্তিযোদ্ধাকে প্রথমবারের মতো সম্মাননা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ২৬ জন মুক্তিযোদ্ধা পেয়েছেন মরণোত্তর সম্মাননা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত