নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও ধর্ষণের মামলায় সুজন (৩১) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। সুজন ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। এর আগে গতকাল বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী ওই ছাত্রীকে একসময় প্রাইভেট পড়াতেন সুজন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে গোপনে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দেন। বিষয়টি জেনে সুজনকে প্রাইভেট শিক্ষক হিসেবে বাদ দেয় ছাত্রীর পরিবার। কিন্তু ২০২০ সালের ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সুজন ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনী জেলায় নিয়ে যান। পরে ফেনী থেকে মেয়ে ও অভিযুক্ত শিক্ষককে স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তৎকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে ভিকটিমকে তাঁর বিবাহিত স্ত্রী বলে দাবি করেন সুজন। কিন্তু বিয়ের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও ধর্ষণের মামলায় সুজন (৩১) নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে র্যাব। সুজন ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু। এর আগে গতকাল বুধবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী ওই ছাত্রীকে একসময় প্রাইভেট পড়াতেন সুজন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে গোপনে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দেন। বিষয়টি জেনে সুজনকে প্রাইভেট শিক্ষক হিসেবে বাদ দেয় ছাত্রীর পরিবার। কিন্তু ২০২০ সালের ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সুজন ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনী জেলায় নিয়ে যান। পরে ফেনী থেকে মেয়ে ও অভিযুক্ত শিক্ষককে স্থানীয় ইউপি কার্যালয়ে নিয়ে আসা হয়।
তৎকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে ভিকটিমকে তাঁর বিবাহিত স্ত্রী বলে দাবি করেন সুজন। কিন্তু বিয়ের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় চরম জনদুর্ভোগ দেখা দিয়েছে। জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কে টানা কয়েকদিনের বৃষ্টিতে খানাখন্দ সৃষ্টি হয়। এতে করে
১ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শাস্তি পাচ্ছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এসব হামলার তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশ করা ১০২ জনের শাস
১ ঘণ্টা আগেময়মনসিংহে নির্মিত হচ্ছে বহুল প্রত্যাশিত হাই-টেক পার্ক। তবে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের জেরে গত বছরের ৫ আগস্টের পর থমকে যায় প্রকল্পের কাজ। সাত মাস বন্ধ থাকার পর এখন ধীরগতিতে চলছে পার্কটির নির্মাণ। ইতিমধ্যে এক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পর আরেক দফা বৃদ্ধির আবেদন করা হয়েছে। তবে পুরোদমে কাজ শুরু করা না
১ ঘণ্টা আগেএকপশলা বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয় বেনাপোল স্থলবন্দরে। টানা বৃষ্টি হলে তো কথাই নেই। পণ্যাগারে পানি ঢুকে নষ্ট হয় শত শত কোটি টাকার আমদানি পণ্য। ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা, ভোগান্তি বাড়ে শ্রমিকদের।
১ ঘণ্টা আগে