Ajker Patrika

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান। ছবি: সংগৃহীত
নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মাইজদী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই একটি কাপড়ের দোকান, তিনটি চায়ের দোকান, একটি মুরগির দোকান, তিনটি মুদি দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত