সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট রেলক্রসিংয়ে আটকে পড়া পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার কারণে গেটম্যান মাহমুদ হাসান দিপুকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। গতকাল রোববার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান দিপুকে সাময়িক দরখাস্ত করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সুপারিশ করে ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গেটম্যানের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে প্রাথমিকভাবে। তাই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দায়িত্ব ও কর্তব্য অবহেলা করায় গেটম্যানের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গেটম্যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটসংলগ্ন রেলক্রসিংয়ে আটকে পড়া সীতাকুণ্ড থানার পুলিশবাহী পিকআপ ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়। এতে এস্কান্দর আলি মোল্লা, মিজানুর রহমান ও মো. হোসাইন নামে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা, গাড়িচালক সমর চন্দ্র সরকার ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট রেলক্রসিংয়ে আটকে পড়া পুলিশবাহী ভ্যানে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার কারণে গেটম্যান মাহমুদ হাসান দিপুকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। গতকাল রোববার রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দায়িত্ব পালনে অবহেলার কারণে গেটম্যান দিপুকে সাময়িক দরখাস্ত করা হয়। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই তদন্ত কমিটিকেই আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল মালেক। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ ও ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সুপারিশ করে ৭ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গেটম্যানের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে প্রাথমিকভাবে। তাই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে গঠিত তদন্ত কমিটিকে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দায়িত্ব ও কর্তব্য অবহেলা করায় গেটম্যানের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সামিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই গেটম্যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার দুপুরে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফকিরহাটসংলগ্ন রেলক্রসিংয়ে আটকে পড়া সীতাকুণ্ড থানার পুলিশবাহী পিকআপ ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়। এতে এস্কান্দর আলি মোল্লা, মিজানুর রহমান ও মো. হোসাইন নামে তিন পুলিশ সদস্য নিহত হন। আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সুজন শর্মা, গাড়িচালক সমর চন্দ্র সরকার ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বনানী থানা এলাকায় মো. শাহজাহান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
৫ মিনিট আগেযশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, পাওনা দুই হাজার টাকা ফেরত চাওয়ায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুজলপুরে গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
৭ মিনিট আগেবর্তমানে এই আউটসোর্সিং কর্মচারীর সংখ্যা ২৭৬ জন। এর মধ্যে ২০০৮ সালে কিছু জনকে স্থায়ী করা হলেও ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত আর কাউকে স্থায়ী করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে চারবার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫৪ জন স্থায়ী কর্মকর্তা থাকলেও কর্মচারী রয়েছেন মাত্র ২২ জন।
৯ মিনিট আগে