Ajker Patrika

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন

­যশোর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শারমীন আক্তার (৩৫) নামের এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, পাওনা ২ হাজার টাকা ফেরত চাওয়ায় আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী জানান, তিনি শ্বশুরবাড়ির পাশেই জনৈক সাহারুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। সম্প্রতি তাঁর স্ত্রী শারমিনের কাছ থেকে তাঁর বড় ভাই খোকন ২ হাজার টাকা ধার নেন। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে ভাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে খোকন ঘর থেকে ধারালো অস্ত্র বের কর আনেন এবং শারমিনের গলায় কোপ দেন। বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, শারমিনের গলায় ধারালো অস্ত্রের আঘাতটি গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত খোকন‌ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত