Ajker Patrika

হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় রোহিঙ্গা যুবক আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে আবদুল হাফেজ (৩৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড রহমত বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক হওয়া আবদুল হাফেজ কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নম্বর ক্লাস্টারের আমির হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে রহমত বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকে এক যুবক। তার কথা-বার্তা ও চলাফেরায় মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করলে তারা ওই যুবককে আটক করে। পরে তার সঙ্গে কথা বলার পর স্থানীয় লোকজন নিশ্চিত হয় সে রোহিঙ্গা এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে উখিয়া থেকে কাজের সন্ধানে নোয়াখালী এবং পরে হাতিয়া আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে পুনরায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। ৎ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত