টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামের এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁকে গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি ও ইয়াবা না পেয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী আবদুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।
এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ায় তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাসে করে কক্সবাজার ফিরছিলাম। ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে এ ঘটনা ঘটে।’
আবদুল্লাহ বলেন, ‘বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে। এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, “তোর কাছে ইয়াবা আছে” বলে থাপ্পড় মারে। স্যার আমার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে “শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে” বলে আবারও মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ওই গাড়িটা আমাকে কক্সবাজার টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামের এক পথচারী আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’
উল্লেখ্য, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুর শীলখালী চেকপোস্টে আবদুল্লাহ (৩৫) নামের এক প্রবাসীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি অভিযোগ করে বলেছেন, তাঁকে গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি ও ইয়াবা না পেয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভুক্তভোগী আবদুল্লাহ টেকনাফ উপজেলার হাইউক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে।
এ ঘটনায় বিজিবির তিন সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে দায়িত্ব থেকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার মাহফুজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ সুনির্দিষ্ট করে অভিযোগ করেনি। বিভিন্ন মাধ্যমে খবর পাওয়ায় তিনজনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী আবদুল্লাহ বলেন, ‘কিছুদিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে আসি। আমার প্রথম স্ত্রী টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রীর থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাসে করে কক্সবাজার ফিরছিলাম। ফেরার পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে এ ঘটনা ঘটে।’
আবদুল্লাহ বলেন, ‘বিজিবির একজন সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে। এ সময় বিজিবির সদস্যরা কিছু না পেয়ে, “তোর কাছে ইয়াবা আছে” বলে থাপ্পড় মারে। স্যার আমার কাছে কিছু নেই বললে লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করায়। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে “শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে” বলে আবারও মারধর করে। পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কিছুক্ষণ পর মুমূর্ষু অবস্থায় আমাকে একটা গাড়িতে তুলে দেয়। ওই গাড়িটা আমাকে কক্সবাজার টার্মিনালে ফেলে দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে শামসুল আলম শ্রাবণ নামের এক পথচারী আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।’
উল্লেখ্য, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৫ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে