Ajker Patrika

বুড়িচংয়ে ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচংয়ে ট্রাকচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাটিবাহী ট্রাক চাপায় ছয় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত অটোরিকশা চালক জুলহাস মিয়ার ছেলে স্বপন মিয়া বাদী হয়ে ট্রাকের অজ্ঞাতনামা চালককে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মামলা বুড়িচং থানায় দায়ের হলেও মামলাটি তদন্ত করবে ময়নামতি হাইওয়ে পুলিশ। 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই ড্রাম ট্রাক চালক পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকে ড্রাম ট্রাক চালককে গ্রেপ্তারের একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। 

উল্লেখ্য, গত শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গাল তুতবাগান এলাকায় কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৬ জন নিহত হয়। 

এদিকে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ থাকলেও প্রতিনিয়ত চলছে অবৈধ যানবাহন। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তা ছাড়া মাটিবাহী ট্রাকটি নম্বর বিহীন রেজিস্ট্রেশন ছাড়া কীভাবে সড়কে চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত