লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
লক্ষ্মীপুর–১ আসনের এমপি ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রামগঞ্জ উপজেলা নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এক চিঠিতে তাকে (এমপি) যে কোনো ধরনের প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান বলে জানা গেছে।
রিটার্নিং কর্মকর্তার চিঠিতে বলা হয়েছে, সংসদ সদস্য হিসেবে আপনাকে (আনোয়ার হোসেন খান) উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা ২০১৬ এর বিধি ২২ (১) (২) ধারা মেনে চলা এবং যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে বৃহস্পতিবার উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের ১০টি দপ্তরে সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণসহ কয়েকটি বিষয় উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর পক্ষে রামগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদের সংসদ সদস্য আনোয়ার হোসেন খান মোবাইল ও হোয়াটস অ্যাপে কল দিয়ে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার রাত, শুক্রবার ও শনিবার তিনি বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িতে ডাকার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়। ফোন পাওয়া ব্যক্তিদের কেউ কেউ বিষয়টি ইমতিয়াজ আরাফাতকে জানিয়েছেন।
এ ছাড়া শুক্রবার বিকেলে শহরের নারিকেল বাজার এলাকায় আনোয়ার হোসেন খান তার মালিকানাধীন আনোয়ার হোসেন খান ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে লোকজন জমায়েত করে দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা দেওয়া হয় বলেও উল্লেখ করেন ইমতিয়াজ আরাফাত। এ বিষয়ে জানতে একাধিকবার সংসদ সদস্য আনোয়ার খানের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে সংসদ সদস্যকে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে