Ajker Patrika

২২ বাংলাদেশি মাঝিমাল্লাকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ১৯
২২ বাংলাদেশি মাঝিমাল্লাকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী

সেন্টমার্টিনে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ২২ মাঝিমাল্লাকে মিয়ানমারের জলসীমায় না ঢোকার নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড। 

ট্রলার মালিক সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হলে গতকাল রাতে তাদের প্রচেষ্টায় চারটি ট্রলারসহ জেলেদের ফেরত দেয় মিয়ানমার নৌবাহিনী। তবে জেলেদের ব্যবহৃত ১০টি মোবাইল ফোনসেট ও গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে। 

ট্রলার মালিক আজিম বলেন, ১৩ ঘণ্টা পরে মিয়ানমার নৌবাহিনীর হাত থেকে ছাড়া পেয়ে ঘাটে পৌঁছান মাঝিমাল্লারা। 

কোস্টগার্ড সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জেলেরা নিজেদের ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। সেখানে কোস্টগার্ডের ভূমিকা তেমন নেই। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লা ফেরত এসেছেন। ভবিষ্যতে জেলেদের মিয়ানমারের জলসীমায় না ঢোকার জন্য সতর্ক করে ফেরত দেওয়া হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, জেলেসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলো ফেরত দেওয়া হয়েছে। সব জেলে সুস্থ রয়েছেন। 

উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত