Ajker Patrika

মিয়ানমারে সংঘাত: গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গাকে আটকে দিয়েছে বিজিবি

কক্সবাজার প্রতিনিধি
মিয়ানমারে সংঘাত: গুলিবিদ্ধ নারীসহ ৫ রোহিঙ্গাকে আটকে দিয়েছে বিজিবি

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সীমান্তচৌকির নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে ৫ রোহিঙ্গা নাফ নদী পারি দিয়ে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে। 

আজ শনিবার বিকেল ৫ টার দিকে একটি ডিঙি নৌকাযোগে তাঁরা জেটিতে পৌঁছান বলে জানান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জেলেদের ভাষ্য অনুযায়ী, সীমান্ত পার হয়ে আসা পাঁচজন রোহিঙ্গার সঙ্গে একজন গুলিবিদ্ধ নারী আছেন। জেটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটকে দিয়েছেন। 

সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮ টার দিকে) তারা নৌকা নিয়ে নাফ নদীতে ঘোরাফেরা করছিল। তাদের ফেরত পাঠাতে চেষ্টা করছেন বিজিবির সদস্যরা। 

শাহপরীর দ্বীপ নাফ নদী জেটির পাশে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন মোহাম্মদ রুবেল নামে এক যুবক। রুবেল বলেন, বিকেলে একটি ডিঙি নৌকায় করে জেটিতে পৌঁছান ৫ জন। 

এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীকে শুইয়ে রাখা হয়েছে। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে। নৌকায় গুলিবিদ্ধ নারীর হাতে স্যালাইন লাগানো রয়েছে।  

সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে একটি নৌকায় পাঁচজন রোহিঙ্গা এসেছেন বলে শুনেছি।’ এর মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। তবে বিজিবি তাদেরকে ঢুকতে দেয়নি।  
এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত