Ajker Patrika

১২ বছর পর সেনবাগ পৌর আ.লীগের সম্মেলন 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
১২ বছর পর সেনবাগ পৌর আ.লীগের সম্মেলন 

দীর্ঘ ১২ বছর পর নোয়াখালীর সেনবাগ পৌর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। আজ সোমবার জেলা পরিষদ মিলনায়তনে পৌর আওয়ামী লীগের এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মমিন উল্যা মানিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল। সম্মেলন পরিচালনা করেন অ্যাডভোকেট মানিক।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ডজন খানিক প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের খণ্ড খণ্ড শোভাযাত্রা সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। বিকেল সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয়।

এর আগে ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউল হক দুলু পাটোওয়ারীর সভাপতিত্বে ও সহিদুজ্জামান স্বপনের পরিচালনায় ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমিটি ঘোষণা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত