Ajker Patrika

এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

রাঙ্গামাটি প্রতিনিধি
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৫: ০৫
এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপের কর্মী চম্পা চাকমার হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় সচেতন সমাজ ও পদক্ষেপের কর্মকর্তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার। বক্তব্য দেন চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, পদক্ষেপের রাঙামাটি শাখার ম্যানেজার হাসান আলী, পদক্ষেপের কর্মী রাশেদা ইসলাম, ছাত্রনেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা, মিলন চাকমা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চম্পা চাকমাকে হত্যা করেছে এনামুল হক নামের একজন খুনি। সিসি টিভি ফুটেজে তা স্পষ্ট দেখা গেছে। কিন্তু হত্যাকাণ্ডের সাত দিন পরও এনামুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে এই হত্যার সঙ্গে জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

গত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অফিস থেকে ফেরার পথে ছুরিকাঘাতে খুন হন চম্পা চাকমা। চম্পা চাকমার বাড়ি রাঙামাটির বন্দুকভাঙ্গা এলাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত