Ajker Patrika

টাকার অভাবে চবিতে ভর্তি হতে পারছেন না তরিকুল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টাকার অভাবে চবিতে ভর্তি হতে পারছেন না তরিকুল

তিন বছর বয়স তখন মা মারা যান মো. তারিকুল ইসলামের। এরপর বাবাও খোঁজ নেওয়া বন্ধ করে দেন। বড় হন মাদ্রাসার হোস্টেলে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে দাখিল পাশ করেন। ভর্তি হন কলেজে। দিনমজুরের কাজ করে পড়ালেখার খরচ জোটাতেন। দিনরাত পরিশ্রম করে এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল অর্জন করেন। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তির সুযোগ হয়েছে তাঁর। কিন্তু টাকার জন্য ভর্তি হতে পারছেন না তারিকুল। 

তারিকুলের বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মডেল টাউন গ্রামে। তিনি তারামিয়া শেখের ছেলে। তাঁর আরও এক ছোট ভাই আছেন। তারিকুল স্থানীয় বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার হোস্টেলে বড় হন। দিনমজুরের কাজ করে এই মাদ্রাসা থেকেই দাখিল দেন। ২০২০ সালে দাখিল পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৪.৩৮ পান। 

এরপর ভর্তি হন কাচালং সরকারি কলেজে। ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৪.১৭ পেয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেন তারিকুল। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবার অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদের (বি-ইউনিট) মেধাক্রম ৩৬ ও সমাজবিজ্ঞান অনুষদে (ডি-ইউনিট) মেধাক্রম ৪৩ তম হন। কিন্তু টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। গতকাল ২০ জুন ছিল ভর্তি হওয়ার শেষ তারিখ। ওই দিন টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারেননি। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। 

তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সমাজবিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগে পড়তে চাই। গতকাল ভর্তির শেষ দিন ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় ভর্তি হতে পারিনি।’ 

তারিকুল ইসলাম আরও বলেন, ‘ছোট থেকেই স্বপ্ন দেখেছি বড় হব। লেখাপড়া করব। কলেজ পর্যন্ত দিনমজুরের কাজ করে পড়ালেখা ও নিজের খরচ চালিয়েছি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তারপর পাশ করা পর্যন্ত খরচ কীভাবে জোগাড় করব। কেউ যদি সাহায্য করে, লেখাপড়া চালিয়ে নিতে পারব। অন্যথায় আমার স্বপ্ন এখানেই শেষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত