Ajker Patrika

চমেকে চালু হলো সাধারণ রোগীর সেবা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেকে চালু হলো সাধারণ রোগীর সেবা 

করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে। 

জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন। 

সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা। 

আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে। 

চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড। 

কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত