নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।
করোনা প্রকোপ কমে যাওয়ায় দেড় মাস পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সাধারণ রোগীর সেবা কার্যক্রম চালু হয়েছে। রোগী ভর্তি, রুটিন অপারেশনসহ সব কার্যক্রম চলছে আগের মতোই।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, চমেকে করোনা ওয়ার্ডে রোগী ভর্তি কমে যাওয়া চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আগের মতো সাধারণ রোগী ভর্তি করানো হচ্ছে। রুটিন অপারেশনও চালু করা হয়েছে।
জুলাই ও আগস্টের প্রথমদিকে চমেকে ৩০০ শয্যার বিপরীতে ৩৫০ জনও করোনা রোগী ভর্তি ছিল। শয্যা না পেয়ে ফ্লোরেও রোগীর সেবা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন হাসপাতালে রোগী ভর্তি মাত্র ১৪০ জন।
সরেজমিন দেখা যায়, পটিয়া থেকে এসেছেন ৩০ বছর বয়সী সাবেকুন্নাহার। তিনি কয়েকদিন ধরে দুর্বলতায় ভুগছেন, সঙ্গে পাতলা পায়খানাও। তাঁর স্বামী আরিফুল ইসলাম ইমারজেন্সি থেকে টিকিট কেটেছেন। তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
আরিফুল ইসলাম বলেন, চমেকে আনার সময় ভয়ে ছিলাম ভর্তি দেবে কি'না। কারণ প্রতিবেশি কয়েকজন বলেছিল চমেকে ভর্তি নিচ্ছে না। তারপরও চলে আসলাম। এসে দেখি তাঁরা ভর্তি দিয়েছে।
চমেকের জরুরি বিভাগের টিকিট কাউন্টার ইনচার্জ রজব আলী বলেন, করোনা আক্রান্ত রোগী কম ভর্তি হচ্ছেন। করোনা উপসর্গ রোগীও কম আসছে। এখন যা ভর্তি হচ্ছে তা নন কোভিড।
কোভিড চিকিৎসা আরও সম্প্রসারিত করতে গত ১১ জুলাই থেকে চমেক হাসপাতালে সাধারণ রোগী ভর্তি ও রুটিন অপারেশন কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়। তবে জরুরি রোগী ও অপারেশন চালু রাখে হাসপাতাল করতৃপক্ষ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১১ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
১৬ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
১৯ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২১ মিনিট আগে