ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৭টিরই প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, ‘একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব, তা বুঝি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, ‘পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুটি পদ পাঁচ বছর ধরে খালি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শুধু তাই নয়, এ উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জনবলের সংকট রয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা চারজন থাকার কথা থাকলেও আছেন দুজন। হিসাব সহকারী একজন ও নিম্নমান সহকারী একজনের পদ শূন্য রয়েছে। এতে আমার দপ্তরে যেমন অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে না, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে।’
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষকসংকটের কারণে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৭টিরই প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, ‘একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব, তা বুঝি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, ‘পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুটি পদ পাঁচ বছর ধরে খালি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শুধু তাই নয়, এ উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জনবলের সংকট রয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা চারজন থাকার কথা থাকলেও আছেন দুজন। হিসাব সহকারী একজন ও নিম্নমান সহকারী একজনের পদ শূন্য রয়েছে। এতে আমার দপ্তরে যেমন অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে না, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে।’
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষকসংকটের কারণে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
যৌতুক ও নারী নির্যাতনের মামলায় কারাগারে থাকা ফায়ার সার্ভিসের সদস্য মনিরুজ্জামান নাবিল তাঁর স্ত্রীর ওপর পরিবারের সদস্যদের মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ৫ মাসের শিশুপুত্রকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন নির্যাতিত স্ত্রী সুমাইয়া আক্তার। এ বিষয়ে ফায়ার সার্ভিসের
১৭ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে আজ রোববার ট্রেনে কাটা পড়ে এবং বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। উপজেলার কল্যাণপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বিরামপুরের হাসপাতালে বিদ্যুতায়িত আহত একজনের মৃত্যু হয়েছে।
২০ মিনিট আগেবরিশাল মহানগর কলেজসংলগ্ন বিরোধীয় প্রায় দেড় একর জমি দখল করতে দলবল নিয়ে গিয়েছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েক শীর্ষ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান থানায় অভিযোগ দিলে বিমানবন্দর থানার একটি টিম আজ রোববার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে জমি দখলচেষ্টার প্রতিবাদে আজ দুপুরে নগরীতে মানববন্ধন
২১ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ীতে দেয়ালচাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গৃধারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে