ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৭টিরই প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, ‘একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব, তা বুঝি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, ‘পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুটি পদ পাঁচ বছর ধরে খালি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শুধু তাই নয়, এ উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জনবলের সংকট রয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা চারজন থাকার কথা থাকলেও আছেন দুজন। হিসাব সহকারী একজন ও নিম্নমান সহকারী একজনের পদ শূন্য রয়েছে। এতে আমার দপ্তরে যেমন অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে না, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে।’
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষকসংকটের কারণে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক ছাড়াই চলছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকেরা। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৭টিরই প্রধান শিক্ষকের পদ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা এক সহকারী শিক্ষক বলেন, ‘একসঙ্গে দুটি দায়িত্ব পালন করা যায় না। প্রশাসনিক দিক সামাল দেব, নাকি বাচ্চাদের পড়াব, তা বুঝি না।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সহকারী শিক্ষক বলেন, ‘পাঁচ বছর ধরে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছি। এখানে প্রধান শিক্ষকসহ দুটি পদ পাঁচ বছর ধরে খালি রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থী ও বিদ্যালয় সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। শুধু তাই নয়, এ উপজেলায় ৩৬টি সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এ ছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে জনবলের সংকট রয়েছে। সহকারী শিক্ষা কর্মকর্তা চারজন থাকার কথা থাকলেও আছেন দুজন। হিসাব সহকারী একজন ও নিম্নমান সহকারী একজনের পদ শূন্য রয়েছে। এতে আমার দপ্তরে যেমন অফিশিয়াল কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে না, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক কাজে সমস্যা হচ্ছে।’
শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষকসংকটের কারণে শিশু শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’
হঠাৎ বাড়িতে স্ত্রী-সন্তানের খরচের টাকা ও যোগাযোগ বন্ধ করে দেন আলমগীর হোসেন। নিরুপায় হয়ে তাঁকে খুঁজতে বেরিয়ে অপহরণকারীদের কবলে পড়ে কোলের সন্তান হোসাইনকে হারিয়ে ফেলেন জরিনা বেগম। আট মাস ধরে সন্তানকে খোঁজাখুঁজি করে পাগলপ্রায় দশা তাঁর। এদিকে স্বামীরও সন্ধান নেই। হঠাৎ শিশুটির সন্ধান পেয়ে আনন্দে আত্মহারা
৫ মিনিট আগেছেলের নেশা ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা নিজেই থানায় অভিযোগ দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামে।
৫ মিনিট আগেবর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে সংকুচিত হয়ে পড়েছে সাপের স্বাভাবিক আবাসস্থল। জঙ্গল, ঝোপঝাড় ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সাপগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়িতে চলে আসছে। দেখা দিয়েছে খাদ্যসংকট। একই সঙ্গে চলছে প্রজননকাল। ফলে এই সময় বিষধর সাপের কামড়ে মানুষের মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়েছে। সরকারি হিসাবে, গ
১২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় অ্যাম্বুলেন্সচাপায় আরমান আলী (৩০) নামের এক দোকানদার নিহত হয়েছেন। উপজেলার ফুটানি বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে