Ajker Patrika

ফেনীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল বাতিলসহ নানা অনিয়মের বিরুদ্ধে গ্রাহক সমাবেশ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 
পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সোমবার বিকেলে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সোমবার বিকেলে মানববন্ধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ‘ভুতুড়ে বিল’ ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সোমবার (১২ মে) বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি প্রতি মাসে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠায়, যা অনেক সময় গ্রাহকদের বোঝা হয়ে দাঁড়ায়। এ ছাড়া মিটার চার্জ, ডিমান্ড চার্জসহ বিভিন্ন অযৌক্তিক ফি গ্রাহকদের কাছ থেকে আদায় করা হয়। বিশেষভাবে এপ্রিল মাসে আসা বিল ছিল অত্যন্ত অস্বাভাবিক, যার জন্য গ্রাহকেরা সমিতির কাছে প্রতিবাদ জানিয়ে বিলটি বাতিলের দাবি জানান।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘আমরা নিজেরাই টাকা দিয়ে মিটার কিনেছি, অথচ পল্লী বিদ্যুৎ আমাদের কাছ থেকে সেই মিটারের ভাড়া নিচ্ছে। এটা কীভাবে সম্ভব?’

এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম শিশির, মিরাজ হোসাইন, আনোয়ার হোসেন মজুমদার, এমরান হোসেন প্রমুখ। তাঁরা পল্লী বিদ্যুৎ সমিতির এই অনিয়মের বিরুদ্ধে তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত