কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে এসে মতিউর রহমান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোরাঘুরির সময় তিনি হঠাৎ বালিয়াড়িতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।
মতিউর রহমান কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।
ওসমান গণি বলেন, ‘আজ সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা গোসলরত পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে সৈকতে এক পর্যটক ঘোরাঘুরির একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলার সময় বালিয়াড়িতে ঢলে পড়ে অবচেতন হয়ে পড়েন।’
দায়িত্ব পালনরত লাইফ গার্ড কর্মীরা মতিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসমান গণি। তিনি বলেন, ‘এ সময় সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘সৈকতের লাইফ গার্ড কর্মীরা এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পর্যটক মতিউর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান আরএমও আশিকুর রহমান। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে নাকি অন্য কোনো রোগে মারা গেছেন তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণে এসে মতিউর রহমান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ঘোরাঘুরির সময় তিনি হঠাৎ বালিয়াড়িতে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়।
মতিউর রহমান কুমিল্লার বুড়িচং এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান গণি।
ওসমান গণি বলেন, ‘আজ সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা গোসলরত পর্যটকদের নিরাপত্তায় দায়িত্বরত ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে সৈকতে এক পর্যটক ঘোরাঘুরির একপর্যায়ে মোবাইল ফোনে কথা বলার সময় বালিয়াড়িতে ঢলে পড়ে অবচেতন হয়ে পড়েন।’
দায়িত্ব পালনরত লাইফ গার্ড কর্মীরা মতিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান বলে জানান ওসমান গণি। তিনি বলেন, ‘এ সময় সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘সৈকতের লাইফ গার্ড কর্মীরা এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
প্রাথমিকভাবে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পর্যটক মতিউর রহমানের মৃত্যু হয়েছে বলে জানান আরএমও আশিকুর রহমান। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে নাকি অন্য কোনো রোগে মারা গেছেন তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১ সেকেন্ড আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
৪০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগেকক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩ট
১ ঘণ্টা আগে