Ajker Patrika

লক্ষ্মীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৫: ০৬
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতিতে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেওয়ায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের জমিদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাছিমা আক্তার (২৫) রামগতি উপজেলা চরসীতা এলাকার আবদুল বারেকের স্ত্রী। আহতেরা হলেন নাছিমা আক্তারের বড় বোন ফারজানা আক্তার ও অটোরিকশাচালক। তাঁর নাম জানা যায়নি। ফারজানা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রামগতির চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকশায় স্বামীর বাড়ি যাচ্ছিলেন নাছিমা আক্তার। তাঁর সঙ্গে ফারজানা আক্তারসহ দুই বোন ছিলেন। অটোরিকশাটি জমিদারহাট এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান নাছিমা আক্তার। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর হাসপাতালের মেডিকেল চিকিৎসক কর্মকর্তা কমলাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ফারজানা আক্তারকে ঢাকায় পাঠানো হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত