Ajker Patrika

সাজেকে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি
Thumbnail image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের ১৪ মাইল চম্পাতলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম মারা গেছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়িকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনা ঘটে। সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই উজ্জ্বল। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়িকে সাইড দিতে গিয়ে নিজের মোটরসাইকেল থেকে উল্টে পরে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল আব্দুল হালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আব্দুল হালিমকে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ির ২০৩ রিজিয়নের এমডিএসে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর সৈনিক নম্বর-(৪৫০৭২৮৫)। 

নিহত সেনা সদস্য বাঘাইছড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকার মৃত শহিদুল ইসলামের বড় ছেলে। তিনি চট্টগ্রাম সেনানিবাসের অধীনস্থ ২৩ বীরে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে মোটরসাইকেল নিয়ে সাজেক পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। 

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃষ্টিতে সড়ক পিচ্ছিল ছিল। চাঁদের গাড়ি দেখে হার্ড ব্রেক করে মোটরসাইকেল থেকে উল্টে পরে মাথায় ও কোমরে আঘাত পেয়ে গুরুতর আহত হন ওই সেনা সদস্য। পরে খাগড়াছড়ি সেনাবাহিনীর এমডিএসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত