Ajker Patrika

প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই: পরিকল্পনামন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭: ০৯
প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই: পরিকল্পনামন্ত্রী

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের জন্যই মঙ্গল বয়ে আনবে। কারণ, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে ব্যবসা-বাণিজ্য ও আসা-যাওয়া করতে হবে।’

আজ বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির হাটখোলা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজপ্রযুক্তি ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ সময় মন্ত্রী বলেন, ‘নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না। আমি সবাইকে নেতিবাচক পথ বাদ দিয়ে ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সমাধান করে সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অনুরোধ করছি।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন হোক, আলোচনা হোক, দেশে নিয়ম আছে, আইন আছে ও সংবিধান আছে। আমাদের নির্বাচন কমিশনও আছে। ফুটবল খেলার রেফারি লাগে, এ জন্য আমাদের রেফারি কমিশন আছে। সেগুলো মানতেই হবে। রেফারি মানবে না বলে যে খেলা চলে না, পৃথিবীতে এমন কোথাও এমনটি চলে না।’ 

মেলার উদ্বোধন শেষে সরকারি ও বেসরকারি স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। উক্ত মেলায় ফলজ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বিভিন্ন বীজের দোকানসহ প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে।

সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত