Ajker Patrika

বাবার খোঁজে নির্বাক তাকিয়ে ছেলে

জমির উদ্দিন, চট্টগ্রাম
আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮: ৩১
বাবার খোঁজে নির্বাক তাকিয়ে ছেলে

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের বামে মূল সড়কের পাশে নালা। খোলামেলা এই নালায় গতকাল বুধবার পানির স্রোতে তলিয়ে যায় সালেহ আহমদ (৫০)। তাঁর কলেজ পড়ুয়া ছেলে মো. মাহিম সকাল থেকে বাবার খোঁজে এসেছেন। তাঁর মুখে কোনো কথাই বের হচ্ছে না। শুধু নির্বাক হয়ে তাকিয়ে আছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুই টিমের ১২ জন ডুবুরি উদ্ধার কাজ চালাচ্ছেন। সালেহ আহমেদের ভাইয়ের দোকানের পাঁচজন কর্মচারীও নালায় খোঁজ করছেন। বিকেল ৩টা পর্যন্তও তাঁর কোনো খোঁজ মেলেনি।

আজ সরেজমিনে গিয়ে দেখা যায়, বাবার অপেক্ষায় তলিয়ে যাওয়া স্থানে নির্বাক দাঁড়িয়ে আছেন ছেলে মাহিম। তাঁর বন্ধু ও চাচাতো ভাইয়েরাও তাঁর সঙ্গে। মাহিম চুপচাপ। নালার এক পাশ থেকে আরেক পাশ যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীদের জিজ্ঞেস করছে, বাবার খোঁজ কি মেলেছে? যখনই না সূচক উত্তর, তখন আবারও নির্বাক হয়ে যাচ্ছেন তিনি।

সালেহ আহমেদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাহিম পশ্চিম পটিয়া এ জে চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়েন। ছোট মেয়ে জান্নাতুল মাওয়া মিতু ১০ম শ্রেণির ছাত্রী। সালেহ আহমদের বাড়ি পটিয়ার কুসুমপুর ইউনিয়নের মনসা এলাকায়।

সালেহ আহমদের ভাইপো রুবাইয়াত হাসান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাঁর টাকায় লেখাপড়ার খরচ চলতো মাহিম ও মিতুর। এখন তাঁদের কি হবে?

পানিতে পড়ার দৃশ্য অনেকক্ষণ পর মাহিম আজকের পত্রিকাকে কান্নাজড়িত কণ্ঠে বলেন, এগুলো নিয়ে আর কি বলব? তাঁদের (প্রশাসনের) কারণে আমার বাবাকে হারালাম। তাঁরা আমার বাবাকে এনে দিক?  

আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টেশনের অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত খতিবের হাট, মুরাদপুরের আশেপাশের নালায় খোঁজ করা হয়েছে। ভেসে না ওঠা পর্যন্ত পাওয়া সম্ভব না। তারপরও আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি।

জানা যায়, সালেহ আহমেদ নগরের চকবাজার এলাকায় কাঁচাবাজার ব্যবসা করতেন। তাঁর বাসাও ওই এলাকায়। তিনি সেখানে ব্যাচেলর থাকতেন। তাঁর সঙ্গে ছেলে মাহিমও থাকতেন। বুধবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডারি দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরিফে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে নগরের মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে চশমা খালে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান সালেহ আহমেদ।

এর আগে ৩০ জুনও জলাবদ্ধতার সময় খালে পড়ে মৃত্যু হয় দুজনের। ওই দিন নগরের মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত