প্রতিনিধি
রামগঞ্জ (লক্ষ্মীপুর): করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে লঞ্চ, দূরপাল্লার বাস, ট্রেন ও ফেরি বন্ধ রয়েছে। এই সুযোগে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ছোট ইঞ্জিনচালিত যানবাহনগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েকগুণ বেশি টাকা খরচ করে অ্যাম্বুলেন্স, প্রাইভেকার ও মাইক্রোবাসে করে বাড়ি যাচ্ছে মানুষ। আগে নন-এসি বাসে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে জনপ্রতি ভাড়া ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা। এসি বাসে ৫০০ থেকে ৫৫০ টাকা। বাস বন্ধ থাকার কারণে বর্তমানে প্রাইভেটকার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সে এই পথে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। এ ছাড়া অনেকে মোটরসাইকেলে করেও বাড়িতে যাচ্ছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ খাদ্য গুদাম ও বাইপাস সড়কে দেখা গেছে, লক্ষ্মীপুর-হাজীগঞ্জ-রামগঞ্জ-ঢাকা মহাসড়কে পূর্বে প্রাইভেটকারের ভাড়া ছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। নোয়া মাইক্রোবাসের ছিল সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা। আর অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা। লকডাউনের কারণে এখন সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনো প্রাইভেটকার। অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের ভাড়া ১৭ থেকে ২০ হাজার টাকা। এ ভাড়া কেবল একমুখী। অর্থাৎ শুধু যাওয়ার বা আসার।
আবদুস সালাম নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় সরাসরি কোন গাড়ি পাইনি। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রামগঞ্জ যাওয়ার জন্য আরও ৪ জনকে খুঁজে বের করি। পরে সাত হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করি। এতে জনপ্রতি আড়াই হাজার টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে পেরেছি, এটাই বড় পাওয়া।
ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসা একটি নোয়া মাইক্রোবাসে গাদাগাদি করে ১৭ জন যাত্রী নিয়ে যেতে দেখা যায়। এতে প্রত্যেক যাত্রীকে গুণতে হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। ওই গাড়ির এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকার ফলে প্রাইভেটকার, মাইক্রোবাস চালক ও মালিকরা রমরমা ব্যবসা করছে। তিন গুণ বেশি ভাড়া বেশি দিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
নোয়া গাড়ির চালক আকবর হোসেন জানান, ২৮ বা ২৯ রমজানে এই ভাড়া বেড়ে জনপ্রতি হবে তিন হাজার টাকা। এত বেশি ভাড়া হলেও যাত্রী পাওয়া যাচ্ছে।
এদিকে স্থানীয় লোকজন জানায়, আমার এক আত্মীয় অসুস্থ। ঢাকায় নেওয়ার দরকার ছিল। অথচ কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দুই থেকে তিনগুণ ভাড়া বেশি চায়। আগে ঢাকার কোন হসপিটালে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া পড়ত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। এখন সাত থেকে ১০ হাজার টাকা। তাও পাওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে জানিনা।
রামগঞ্জ (লক্ষ্মীপুর): করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে লঞ্চ, দূরপাল্লার বাস, ট্রেন ও ফেরি বন্ধ রয়েছে। এই সুযোগে প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও ছোট ইঞ্জিনচালিত যানবাহনগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে।
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কয়েকগুণ বেশি টাকা খরচ করে অ্যাম্বুলেন্স, প্রাইভেকার ও মাইক্রোবাসে করে বাড়ি যাচ্ছে মানুষ। আগে নন-এসি বাসে ঢাকা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা শহরে জনপ্রতি ভাড়া ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা। এসি বাসে ৫০০ থেকে ৫৫০ টাকা। বাস বন্ধ থাকার কারণে বর্তমানে প্রাইভেটকার, মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্সে এই পথে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। এ ছাড়া অনেকে মোটরসাইকেলে করেও বাড়িতে যাচ্ছেন।
লক্ষ্মীপুরের রামগঞ্জ খাদ্য গুদাম ও বাইপাস সড়কে দেখা গেছে, লক্ষ্মীপুর-হাজীগঞ্জ-রামগঞ্জ-ঢাকা মহাসড়কে পূর্বে প্রাইভেটকারের ভাড়া ছিল সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। নোয়া মাইক্রোবাসের ছিল সাড়ে ৬ থেকে ৭ হাজার টাকা। আর অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল সাড়ে ৫ থেকে সাড়ে ৬ হাজার টাকা। লকডাউনের কারণে এখন সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকার নীচে পাওয়া যাচ্ছে না কোনো প্রাইভেটকার। অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের ভাড়া ১৭ থেকে ২০ হাজার টাকা। এ ভাড়া কেবল একমুখী। অর্থাৎ শুধু যাওয়ার বা আসার।
আবদুস সালাম নামের এক যাত্রী বলেন, ঢাকা থেকে রামগঞ্জে আসার সময় সরাসরি কোন গাড়ি পাইনি। তাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রামগঞ্জ যাওয়ার জন্য আরও ৪ জনকে খুঁজে বের করি। পরে সাত হাজার টাকা দিয়ে একটি প্রাইভেটকার ভাড়া করি। এতে জনপ্রতি আড়াই হাজার টাকা খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে পেরেছি, এটাই বড় পাওয়া।
ঢাকা থেকে রামগঞ্জ হয়ে লক্ষ্মীপুরে আসা একটি নোয়া মাইক্রোবাসে গাদাগাদি করে ১৭ জন যাত্রী নিয়ে যেতে দেখা যায়। এতে প্রত্যেক যাত্রীকে গুণতে হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। ওই গাড়ির এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকার ফলে প্রাইভেটকার, মাইক্রোবাস চালক ও মালিকরা রমরমা ব্যবসা করছে। তিন গুণ বেশি ভাড়া বেশি দিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।
নোয়া গাড়ির চালক আকবর হোসেন জানান, ২৮ বা ২৯ রমজানে এই ভাড়া বেড়ে জনপ্রতি হবে তিন হাজার টাকা। এত বেশি ভাড়া হলেও যাত্রী পাওয়া যাচ্ছে।
এদিকে স্থানীয় লোকজন জানায়, আমার এক আত্মীয় অসুস্থ। ঢাকায় নেওয়ার দরকার ছিল। অথচ কোথাও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দুই থেকে তিনগুণ ভাড়া বেশি চায়। আগে ঢাকার কোন হসপিটালে যেতে অ্যাম্বুলেন্স ভাড়া পড়ত পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। এখন সাত থেকে ১০ হাজার টাকা। তাও পাওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে জানিনা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
৯ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগেকক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি প্রকাশকে (২৮) আটক করেছে র্যাব। গতকাল সোমবার রাতে জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় গহিন পাহাড়ে তাঁর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, গ্রেনেড ও মাদক উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ৩ট
১ ঘণ্টা আগে