Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪: ০৭
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রী সানজিদা আক্তার (১৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সানজিদা সড়ক দুর্ঘটনায় আহত হয়। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জহির। 

নিহত শিক্ষার্থী বাড়বকুণ্ড ইউনিয়নের আলী চৌধুরীপাড়া এলাকার সরোয়ার উদ্দিন বাবুলের মেয়ে। সে সিসিসি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। 

ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার দুপুর ২টায় বিদ্যালয় থেকে সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল সানজিদা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা চট্টগ্রামমুখী ট্রাকের নিচে সে চাপা পড়ে। 

ইউপি সদস্য আরও বলেন, গুরুতর আহত অবস্থায় সানজিদাকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার রাতে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। 

কুমিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে জানান, বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনেরা আবেদন করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত