নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক রোহিঙ্গাও আছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে ২৬ জনের মরদেহ শনাক্ত করা গেছে। ১৫ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। এ ছাড়া অজ্ঞাত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা আছেন বলে দাবি উঠেছে।
নিখোঁজ ওই রোহিঙ্গা নাগরিকের নাম মোহাম্মদ ফারুক। তিনি কনটেইনার ডিপোটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই আবুল কায়েস। নিখোঁজ ভাইয়ের সন্ধানে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন কায়েস।
আবুল কায়েস আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ মাস ধরে আমার ভাই বিএম কনটেইনার ডিপোটিতে কাজ করছেন। আমরা পরিবার নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে থাকি।’
কায়েসের দাবি ডিপোটিতে আরও অন্তত ২০ জন রোহিঙ্গা কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘ওরা (অন্যান্য রোহিঙ্গা) সবাই বেঁচে গেছে। আমার ভাই হারিয়ে গেছে। আগুন লাগার পর ভিডিও করে আমাদের আগুনের দৃশ্য দেখাইছিল আমার ভাই। কিন্তু রাত ১০টার পর তাঁর মোবাইল বন্ধ পাই। ভাইয়ের সঙ্গে কাজ করা আরেকজনের সঙ্গে রোববার সকালে যোগাযোগ করি। সে বলেছে, আহত অবস্থায় ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছে। কিন্তু এরপর ভাইকে কোন ওয়ার্ডে নেওয়া হয়, সেটি সে জানতে পারেনি। পরে আমরা এসে হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। একজন বলছে ফারুক নামের একজনকে আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। সে কি আমার ভাই কি না, জানি না।’
তবে ডিপোটিতে রোহিঙ্গারা কাজ করতেন কি না, জানা নেই বলে জানিয়েছেন ডিপোর মুখপাত্র মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকি। তিনি বলেন, ‘ডিপোতে রোহিঙ্গা কাজ করতেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’
এই সম্পর্কিত সর্বশেষ:
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এক রোহিঙ্গাও আছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। এখন পর্যন্ত নিহত ৪১ জনের মধ্যে ২৬ জনের মরদেহ শনাক্ত করা গেছে। ১৫ জনের মরদেহ শনাক্ত করা যায়নি। এ ছাড়া অজ্ঞাত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা আছেন বলে দাবি উঠেছে।
নিখোঁজ ওই রোহিঙ্গা নাগরিকের নাম মোহাম্মদ ফারুক। তিনি কনটেইনার ডিপোটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তাঁর ভাই আবুল কায়েস। নিখোঁজ ভাইয়ের সন্ধানে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন কায়েস।
আবুল কায়েস আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ মাস ধরে আমার ভাই বিএম কনটেইনার ডিপোটিতে কাজ করছেন। আমরা পরিবার নিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে থাকি।’
কায়েসের দাবি ডিপোটিতে আরও অন্তত ২০ জন রোহিঙ্গা কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘ওরা (অন্যান্য রোহিঙ্গা) সবাই বেঁচে গেছে। আমার ভাই হারিয়ে গেছে। আগুন লাগার পর ভিডিও করে আমাদের আগুনের দৃশ্য দেখাইছিল আমার ভাই। কিন্তু রাত ১০টার পর তাঁর মোবাইল বন্ধ পাই। ভাইয়ের সঙ্গে কাজ করা আরেকজনের সঙ্গে রোববার সকালে যোগাযোগ করি। সে বলেছে, আহত অবস্থায় ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছে। কিন্তু এরপর ভাইকে কোন ওয়ার্ডে নেওয়া হয়, সেটি সে জানতে পারেনি। পরে আমরা এসে হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। একজন বলছে ফারুক নামের একজনকে আহত অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। সে কি আমার ভাই কি না, জানি না।’
তবে ডিপোটিতে রোহিঙ্গারা কাজ করতেন কি না, জানা নেই বলে জানিয়েছেন ডিপোর মুখপাত্র মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকি। তিনি বলেন, ‘ডিপোতে রোহিঙ্গা কাজ করতেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’
এই সম্পর্কিত সর্বশেষ:
বেনাপোল কাস্টমস থেকে প্রায় দেড়শ এনজিওকর্মীকে (বহিরাগত) বহিষ্কার করেছে নবনিযুক্ত কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন। তবে এসব বহিরাগতের আশ্রয়দাতা কাস্টমস সদস্যদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
৪ মিনিট আগেবাগেরহাটের রামপালে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা এ সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লোকজনকে মারধরের পাশাপাশি বাজারের অন্তত ২০টি দোকান ও পাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন নেতা-কর্মীরা।
২২ মিনিট আগেজবানবন্দিতে রিয়াদ জানিয়েছেন, পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা। রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তাঁরা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
৩৫ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
৪৪ মিনিট আগে