Ajker Patrika

হাতকড়াসহ আ.লীগ নেতা ছিনতাই: আসামি ২২৭, গ্রেপ্তার ৯

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগরে হ্যান্ডকাপ পরা অবস্থায় পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেয় স্থানীয় জনতা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ রোববার পুলিশের উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে (আশরাফ উদ্দিন রাজন রাজু) প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাঁকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গতকাল শনিবার দুপুরে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যান। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত