Ajker Patrika

খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্পিং

প্রতিনিধি (খাগড়াছড়ি) দীঘিনালা
খাগড়াছড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্পিং

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ১৪ তম মেডিকেল ক্যাম্পিং করে দুর্গম এলাকার মানুষের মাঝে চিকিৎসা সেবা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ৷ এতে ১৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। 

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেন জানান, নয় মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ খাগড়াছড়ি জেলায় ১৪ তম মেডিকেল ক্যাম্পিং এটি। 

বিদ্যানন্দ্য মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা দিতে আসা ডা. সৌরভ জানান, দুর্গম এলাকার মানুষের কথা চিন্তা করে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করতে এসেছি। এই প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা নিয়ে আসতে পেরে অনেক আনন্দিত। তিনি আরও জানান, খাগড়াছড়ি জেলায় ১৪টি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে অন্তত ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দিয়েছি। 

এদিকে জেলার মুবাছড়ি, চৌংড়াছড়ি, আচলং, তবলছড়ি, রামগম, রাজবাড়ী, করলাছড়ি, মহালছড়ি চিকিৎসা সেবা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 

চিকিৎসা নিতে আসা শিবনী ত্রিপুরা (৫৫) বলেন, নয় মাইল থেকে দীঘিনালা সদরে গিয়ে চিকিৎসা নিতে হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের চিকিৎসা সেবা পেয়ে অনেক খুশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত