Ajker Patrika

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা

পরিবারের সবার মতো আহত প্রেমাও চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
নিহত কলেজছাত্রী তাসনীম ইসলাম প্রেমা। ছবি: আজকের পত্রিকা
নিহত কলেজছাত্রী তাসনীম ইসলাম প্রেমা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের লোহাগাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসনীম ইসলাম প্রেমাও (১৮) পরিবারের সবার মতো না ফেরার দেশে চলে গেছেন। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই কলেজছাত্রী মারা যান।

চমেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ধীমান চৌধুরী জানান, গুরুতর আহত প্রেমার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা বলেছেন, দুর্ঘটনার পর হাসপাতালে আনার সময় থেকেই সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন প্রেমা।

জানা গেছে, গত বুধবার সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও দুটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর মারা যায় ১০ জন। প্রেমা মারা যাওয়ায় এ পর্যন্ত দুর্ঘটনায় ১১ জন মারা গেলেন।

ঢাকার মিরপুরের কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমা আগেই হারিয়েছিলেন তাঁর মা লুৎফুন নাহার সুমি (৩৫), বাবা রফিকুল ইসলাম শামীম (৪৬), দুই বোন আনিশা আক্তার (১৪) ও লিয়ানা (৮), ফুপাতো বোন তানিফা ইয়াসমিন (১৬) এবং দাদা (শামীমের মামা) মুক্তার হোসেনকে (৬০)। দুর্ঘটনার পর প্রেমাকে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে আনা হয়। এরপর দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনিও না ফেরার দেশে চলে গেলেন।

প্রেমার মামি জেসমিন রহমান আজকের পত্রিকাকে বলেন, ডাক্তারদের শত চেষ্টা কলেজপড়ুয়া মেয়েটির জ্ঞান ফেরাতে পারেনি। এদের পুরো পরিবারটাই চলে গেল।

এদিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন সাত বছরের শিশু আরাধ্য বিশ্বাসও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হতে পারে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় নিহত প্রেমার মতো শিশু আরাধ্যও আগেই তাঁর বাবা ঝিনাইদহের শৈলকুপা এলাকার দিলীপ বিশ্বাস (৪৩), মা সাধনা মণ্ডলসহ (৩৭) পরিবারের অন্য সদস্যদের হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বড় হুংকার ছেড়ে হঠাৎ চুপসে গেলেন ট্রাম্প, পিছু হটলেন শুল্কযুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত