Ajker Patrika

বদলকোট ইউপি নির্বাচনে প্রথমবারের মতো আ. লীগ থেকে নারী চেয়ারম্যান প্রার্থী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
বদলকোট ইউপি নির্বাচনে প্রথমবারের মতো আ. লীগ থেকে নারী চেয়ারম্যান প্রার্থী

পঞ্চম ধামের আসন্ন ইউপি নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলার ৪ নম্বর বদলকোট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর নাম পান্না আক্তার। তাঁর স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারি চাটখিল উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম চাটখিল উপজেলায় একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও নারী নেত্রী পান্না আক্তার। 

চাটখিল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, আবদুল বারেক বকুল চাটখিলের ইতিহাসে এবারই প্রথম ৪ নম্বর বদলকোট ইউপিতে চেয়ারম্যান পদে একজন নারী নির্বাচনে মাঠে লড়ে যাচ্ছেন। 

এদিকে একই ইউপির আওয়ামী লীগ নেতা রবি তপাদার বলেন, ‘আমাদের ইউপিতে এ প্রথম একজন নারী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।’ 

চেয়ারম্যান প্রার্থী পান্না আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচন করার উৎসাহ জোগাচ্ছেন, আমিও নির্বাচিত হলে উন্নয়নকাজের পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাঁদের পাশে থাকার সাধ্যমতো চেষ্টা করে যাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত