রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার হাট-বাজারের ইজারার দরপত্র নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বুধবার পৌরসভা কার্যালয়ে ইজারার দরপত্র না পেয়ে ঠিকাদারেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাঁরা বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার দাবি করেন।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ আজকের পত্রিকাকে জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৪ জানুয়ারি রায়পুর পৌরসভা এলাকার হাট-বাজার, গণশৌচাগারসহ ১৩টি মহাল ইজারার জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। আজ ছিল প্রথম দফায় দরপত্র ফরম কেনার শেষ দিন। কিন্তু ওই দিন পৌরসভা কার্যালয় থেকে কোনো ঠিকাদারকে ফরম দেওয়া হয়নি।
ওই সময় পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, দরপত্র কমিটির সদস্যসচিব ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম ও ফরম সরবরাহের দায়িত্বে থাকা হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন—তিনজনই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ঠিকাদারেরা।
ঠিকাদার ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়র গোপনে হাট-বাজার ইজারা দিতে চেয়েছিলেন। দুদিন আগে আমরা বিষয়টি জানতে পারি। আমার মতো অসংখ্য ঠিকাদার গিয়েও দরপত্র ফরম নিতে পারেননি।’
বাবুল পাঠান আরও বলেন, ‘কাউকে ফরম দেওয়া হয়নি। পরে আমরা বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করে প্রতিকার চাইলে তিনি বিষয়টি দেখার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) দায়িত্ব দিয়েছেন।’
পৌরসভা কার্যালয়ের হাট-বাজার শাখার কর্মকর্তা মাহতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি মেয়র মহোদয় দেখছেন। এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’
রায়পুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘হাট-বাজার ইজারার দরপত্র আহ্বান বা ফরম দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
এ বিষয়ে কথা বলার জন্য পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ মিনিট আগেনড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল গফফারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় নড়াইল-রূপগঞ্জ সড়কে জেলা হাসপাতালের সামনে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন
২০ মিনিট আগেদিনাজপুরের রানীরবন্দরে সোনালী ব্যাংকের ১ হাজার ২৩৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে রাণীরবন্দর বাজারের রয়েল টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
৩৪ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে অবরোধ শুরু করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। তাঁদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আজ সোমবার বেলা দেড়টায় ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী
৩৭ মিনিট আগে