Ajker Patrika

সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট

কক্সবাজার প্রতিনিধি
সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট। ছবি: সংগৃহীত
সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট। ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে বিচ ভ্যালি এবং কিংশুক নামের দুটি ইকো রিসোর্ট পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। সাইরী ইকো রিসোর্টের রিসেপশনে মাল্টি প্লাগের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ী আবদুল মালেক আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বীপের স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আবদুল মালেক আরও বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি রিসোর্ট মুহূর্তেই পুড়ে যায়। পরে আগুন পাশের কিংশুক ইকো রিসোর্টে ছড়িয়ে পড়লে সেটিও সম্পূর্ণ পুড়ে যায়।’

কিংশুক ইকো রিসোর্টের মালিক সরওয়ার আহমেদ বলেন, তিলে তিলে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠানটি মুহূর্তেই পুড়ে শেষ হয়ে গেল।

সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট। ছবি: সংগৃহীত
সেন্টমার্টিনে আগুনে পুড়ল ২ ইকো রিসোর্ট। ছবি: সংগৃহীত

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করছে বলে জানান সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে পর্যটনশিল্পে প্রভাব পড়তে পারে। ক্ষতিগ্রস্ত রিসোর্ট মালিকেরা প্রশাসনের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত