Ajker Patrika

কুবির লাইব্রেরিতে শৌচাগার না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা 

কুবি প্রতিনিধি
কুবির লাইব্রেরিতে শৌচাগার না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থীরা 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো শৌচাগার। ফলে ভোগান্তি পোহাচ্ছেন লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই সমস্যার সমাধান করে।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। তা ছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে ওই শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং প্রায়ই তালাবন্ধ থাকে। ফলে ৫ম তলা থেকে নিচতলায় নামতে হয় শিক্ষার্থীদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শৌচাগার থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে এটি খুবই দরকার। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না।’ 

আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ‘শৌচাগার না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থানকালে আশপাশের দপ্তরগুলোর শৌচাগারেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলায় যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় এবং এতে সময় অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।’

প্রশাসনিক ভাবনের নিচ তলায় অবস্থিত শৌচাগারগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তা ছাড়া দরজাগুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভেতরে লাইট না থাকার কারণে অন্ধকার হয়ে থাকে।

লাইব্রেরিতে শৌচাগার নিয়ে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ বলেন, ‘লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই আমরা লাইব্রেরির পেছনে শৌচাগার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তাঁরা জানায়, এখানে শৌচাগার নির্মাণ সম্ভব না। তাই আপাতত পাশের আইকিউএসি’র দপ্তর থেকে একটা শৌচাগারের ব্যবস্থা করার ব্যাপারে আমি কথা বলব।’ 

তিনি আরও বলেন, ‘লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত