কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো শৌচাগার। ফলে ভোগান্তি পোহাচ্ছেন লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই সমস্যার সমাধান করে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। তা ছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে ওই শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং প্রায়ই তালাবন্ধ থাকে। ফলে ৫ম তলা থেকে নিচতলায় নামতে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শৌচাগার থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে এটি খুবই দরকার। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না।’
আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ‘শৌচাগার না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থানকালে আশপাশের দপ্তরগুলোর শৌচাগারেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলায় যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় এবং এতে সময় অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।’
প্রশাসনিক ভাবনের নিচ তলায় অবস্থিত শৌচাগারগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তা ছাড়া দরজাগুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভেতরে লাইট না থাকার কারণে অন্ধকার হয়ে থাকে।
লাইব্রেরিতে শৌচাগার নিয়ে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ বলেন, ‘লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই আমরা লাইব্রেরির পেছনে শৌচাগার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তাঁরা জানায়, এখানে শৌচাগার নির্মাণ সম্ভব না। তাই আপাতত পাশের আইকিউএসি’র দপ্তর থেকে একটা শৌচাগারের ব্যবস্থা করার ব্যাপারে আমি কথা বলব।’
তিনি আরও বলেন, ‘লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই কোনো শৌচাগার। ফলে ভোগান্তি পোহাচ্ছেন লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন যেন দ্রুত এই সমস্যার সমাধান করে।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় লাইব্রেরিটি অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৫ম তলায়। সেখানে লাইব্রেরি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শৌচাগার থাকলেও শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। তা ছাড়া শিক্ষার্থীরা মাঝে মাঝে ওই শৌচাগার ব্যবহার করতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় এবং প্রায়ই তালাবন্ধ থাকে। ফলে ৫ম তলা থেকে নিচতলায় নামতে হয় শিক্ষার্থীদের।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমা আক্তার বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে শৌচাগার থাকবে না এই বিষয়টা মানা যায় না। দেখা গেছে আমাদের অনেকটা সময় এখানে অবস্থান করতে হয় যার কারণে এটি খুবই দরকার। আর তখন আমাদের নিচ তলায় বা অন্য কোথাও যেতে হয়। আমাদের পড়াশোনার মনযোগটাও থাকে না।’
আরেক শিক্ষার্থী মোজাম্মেল হক বলেন, ‘শৌচাগার না থাকার কারণে আমরা লাইব্রেরিতে অবস্থানকালে আশপাশের দপ্তরগুলোর শৌচাগারেও যেতে পারি না। কারণ সেগুলো স্টাফদের জন্য রাখা হয়েছে। তাই নিচ তলায় যেতে হয়। কিন্তু সেগুলোও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন থাকার কারণে বাধ্য হয়ে ফ্যাকাল্টিতে আসতে হয় এবং এতে সময় অপচয় হয়। তখন মনে হয় লাইব্রেরি থেকে একেবারেই চলে যাই।’
প্রশাসনিক ভাবনের নিচ তলায় অবস্থিত শৌচাগারগুলো পরিদর্শন করে দেখা যায়, সেগুলো খুবই অপরিষ্কার ও অপরিচ্ছন্ন অবস্থায় আছে। তা ছাড়া দরজাগুলোও ঠিক ভাবে লাগানো যায় না। এবং ভেতরে লাইট না থাকার কারণে অন্ধকার হয়ে থাকে।
লাইব্রেরিতে শৌচাগার নিয়ে শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঞাঁ বলেন, ‘লাইব্রেরিতে স্পেস কম থাকায় নতুন করে শৌচাগার নির্মাণ করা সম্ভব না। তাই আমরা লাইব্রেরির পেছনে শৌচাগার নির্মাণের জন্য ইঞ্জিনিয়ার দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু তাঁরা জানায়, এখানে শৌচাগার নির্মাণ সম্ভব না। তাই আপাতত পাশের আইকিউএসি’র দপ্তর থেকে একটা শৌচাগারের ব্যবস্থা করার ব্যাপারে আমি কথা বলব।’
তিনি আরও বলেন, ‘লাইব্রেরির জন্য নতুন ভবন তৈরি করা হবে। আশা করি তখন আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’
রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
১ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
১ ঘণ্টা আগেসরকার পতনের পর কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রকে অপসারণ ও কাউন্সিলদের বরখাস্ত করা হয়। এরপর জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করছেন করপোরেশনের কর্মকর্তারা। তবে তাঁদের দৈনন্দিন কার্যক্রমের পর এই বাড়তি দায়িত্ব পালন করে থাকেন। নাগরিক সনদ, জন্ম-মৃত্যুনিবন্ধন, রাস্তা মেরামত, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ
১ ঘণ্টা আগে