Ajker Patrika

জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে মারধর, থানায় অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৪
জমি লিখে না দেওয়ায় শতবর্ষী বাবাকে মারধর, থানায় অভিযোগ

লক্ষ্মীপুরের কমলনগরে জমি লিখে না দেওয়ায় আলী এরশাদ (১১০) নামের এক বৃদ্ধকে মারধর করেছেন ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে কমলনগর থানায় ছেলে নুরনবী ও তাঁর স্ত্রী মায়া বেগমের বিরুদ্ধে এমন অভিযোগ করে বিচার চাইতে আসেন ওই বৃদ্ধ।

আলী এরশাদ উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরকাদিরা গ্রামের চৌকিদারবাড়ির বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আলী এরশাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে ৷ কিছু সম্পত্তি তাঁদের ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হয়। নুরনবী তাঁর ভাগের জমি বিক্রি করে দেন। কয়েক বছর ধরে তিনি আবারও জমি দাবি করেন। জমি না দেওয়ায় চার-পাঁচবার মারধর করেন তাঁকে। সম্প্রতি তিনি মারধরের ঘটনায় লক্ষ্মীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়ে জানতে পেরে নুরনবী তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার সন্ধ্যায় নুরনবী ফের জমির জন্য তাঁর সঙ্গে ঝগড়া করেন। একপর্যায়ে নুরনবী ও তাঁর স্ত্রী মায়া তাকে মারধর করেন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।

বৃদ্ধের নাতি কামাল উদ্দিন বলেন, তাঁরা আমার নানাকে কিলঘুষি মেরে আহত করেছেন। লাঠি ছাড়া আমার নানা দাঁড়াতে পারেন না। উপর্যুপরি কয়েকটি কিল-ঘুষি মারতে দেখে আমি ও আমার অন্য এক মামা নানাকে তাঁদের হাত থেকে রক্ষা করি।

৫ নম্বর চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, ছেলে বাবার গায়ে হাত দেওয়া জঘন্য অপরাধ। বিষয়টা আমি জানি না, আমাকে জানানো হয়নি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ভুক্তভোগী থানায় এসেছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত