Ajker Patrika

অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রেলের প্রায় ২ একর জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রেলের প্রায় ২ একর জায়গা উদ্ধার

নগরের পাহাড়তলী থানার ‘টিকেট প্রিন্টিং প্রেস কলোনি’তে অভিযান চালিয়ে রেলওয়ের এক দশমিক ৮৭ একর জমি উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। এই সময় ৩৪৩টি স্থাপনা উচ্ছেদ করে ৯২৫ জনকে অবৈধ দখলদারকে বিতাড়িত করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অবৈধ দখলদারকে উচ্ছেদ করে রেলওয়ের জায়গা উদ্ধার করা হয়। পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাবুব উল করিম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে রেলের জায়গায় পাকা, সেমিপাকা ও টিনশেড স্থাপনা তৈরি করে বসবাস করে আসছিল কিছু দখলদার। তাঁদের উচ্ছেদ করে প্রায় দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবারও নগরীর ঝাউতলা টিকেট প্রিন্টিং প্রেস কলোনি ও এর পাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রেলওয়ের প্রায় আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত