Ajker Patrika

চকরিয়ায় লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় লরি ও অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

কক্সবাজারের চকরিয়ায় লরি ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও  ৪ জন। 

আজ বৃহস্পতিবার আড়াইটার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়ির চিকনঘোনা গ্রামের আব্দুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে জেসমিন আক্তার (২০)।

আহতেরা হলেন দুদু মিয়া (৬০), রাবেয়া বেগম (৫৫), শাহিনা আক্তার (৪৫) ও মো. আরিফ (২৪)। আহতদের মধ্যে দুদু মিয়ার অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারে একটি লং ভেহিক্যাল (লরি) মালামাল আনলোড করে চট্টগ্রাম ফিরছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। 

এ সময় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ পুলিশের হেফাজতে আছে। লরি ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত