Ajker Patrika

টেকনাফে ট্রলারডুবি, ৩ নারীর মরদেহ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৪: ৪৬
টেকনাফে ট্রলারডুবি, ৩ নারীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ছয়জনসহ মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।

এর আগে আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় প্রথমে ৩৩ জন সাঁতরে কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আরও অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। 

টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত